রাঘব বন্দ্যোপাধ্যায়
দেশকাল, নাগরিকের নজর এড়িয়েও স্মৃতির একটি
ভান্ডার থাকা অসম্ভব নয়। নীরবতায় শায়িত সেই স্মৃতি কেবল চিত্রময় নয় সুর, গন্ধ ও
দুর্লভ নিঃসঙ্গতা তার সহযাত্রী। শহরসফরনামায় এর উহ্য ভূমিকা উচ্ছেদ পর্যন্ত
প্রসারিত যা শান্তিপূর্ণ। বাংলা ভাষায় রচিত প্রথম ট্রিলজি যা কাহিনিগত পরম্পরায়
গ্রন্থিত নয়। বাস্তব ভ্রমাত্মক এখানে। শুধু গদ্যপদ্যের যুগল মিলনেই রচিত হয়নি এই
মায়াবাস্তব। এখানে বচনের আসনটিও বেশ পোক্ত। দ্রুত অপস্রিয়মান কলকাতা শহরটিকে
কুর্নিশের তিনটি স্বতন্ত্র মুদ্রা যেন এই গ্রন্থের উপনযাসত্রয়ী। স্মৃতিলোপ
প্রতিরোধের ভাষাদুর্গ।
২৫০টাকা।